• Sunrise At: 5:37 AM
  • Sunset At: 6:20 PM
info@talimeislam.com +88 01975539999

সর্ব প্রকার পেরেশানী ও অশান্তি হইতে মুক্তির দোয়া

হযরত আনাস (রা.) কর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে-কোন সময় যে-কোন পেরেশানী দেখিতেন, তখন তিনি এই দোয়া পাঠ করিতেন ?

উচ্চারণঃ ইয়া হাইয়ু ইয়া কাইয়ূমু বি-রাহমাতিকা আছতাগীছ।

অর্থঃ হে চিরঞ্জীব, হে শক্তিধর রণাবেক্ষণকারী ! তােমারই দয়ার উপর ভরসা করিয়া তােমার সাহায্য প্রার্থনা করি ।

শব্দার্থঃ হাইয়ুনঃ যিনি নিজে (অনাদি-অনন্তে জীবিত) চিরঞ্জীব এবং বাকী সকলেই তাহারই হায়াতের বরকতে হায়াত প্রাপ্ত, তাহার জীবনের কিরণ হইতে জীবনপ্রাপ্ত । কাইয়ূমঃ যিনি নিজে সুপ্রতিষ্ঠিত-সুরক্ষিত এবং আপন শক্তির দ্বারা অন্য সকলের অধিষ্ঠাতা ও রক্ষণাবেক্ষণকারী । (মেরকাত, ৫ম খন্ড-, ২২১ পৃঃ)

Designed by Mohd Nassir Uddin