• شروق الشمس عند: 5:13 AM
  • غروب الشمس عند: 6:38 PM
info@talimeislam.com +88 01975539999

ঘর হতে বের হওয়ার দোয়া ও সুন্নাত (আদব)

মসজিদে বা অন্য যে কোনো স্থানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে এই দোয়া পড়া সুন্নাত।

بسم الله توكلت على الله لا حول ولا قوة الا بالله .

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি।

অর্থ : আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি। একমাত্র আল্লাহ ছাড়া অন্য আর কারাে কোনাে শক্তি নেই।–(আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর হতে বের হতেন তখন বিসমিল্লাহ বলে দরজা খুলতেন। (আবু দাউদ শরীফ)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  ঘর হতে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হতে বলেছেন।

ফায়দাঃ উল্লেখিত দু‘আ পাঠকারীকে ফেরেশতাগণ বলেন- হে আল্লাহর বান্দা! তোমার এ নিবেদেন তোমার জন্য যথেষ্ট। তুমি পূর্ণ হেদায়েত পেয়ে গেছ এবং তোমার হেফাজতের ফয়সালা হয়ে গেছে। অতঃপর শয়তান নিরাশ হয়ে তার কাছ হতে দূরে সরে যায়। ( তিরমিযী শরীফ, আবু দাউদ শরীফ)

صمم بواسطة محمد ناصر الدين

arAR