• Sunrise At: 6:42 AM
  • Sunset At: 5:26 PM
info@talimeislam.com +88 01975539999

আল কুরআনুল কারীম থেকে সংগৃহীত কতিপয় দোয়া ( রাব্বানা-রাব্বি )

رَبَّنا آتِنا فِي الدُّنيا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنا عَذابَ النّارِ

(১) রাব্বানা আতিনা ফিদ্ দুন্ইয়া হাসানাতাও ওয়াফিল্ আখিরাতি হাসানাতাও ওয়া   ক্বিনা ‘আজাবান্নার্।

অর্থঃ হে আমার প্রতিপালক!আমাদিগকে ইহলোকেও কল্যাণ দান করুন এবং পরলোকেও কল্যাণ দান করুন এবং আমাদিগকে দোযখের আযাব হইতে রক্ষা করুন। সূরা আল-বাক্বারাহ্: ২০১

رَبَّنا لا تُزِغ قُلوبَنا بَعدَ إِذ هَدَيتَنا وَهَب لَنا مِن لَدُنكَ رَحمَةً ۚ إِنَّكَ أَنتَ الوَهّابُ

(২) রাব্বানা লা তুঝিগ্ ক্বুলুবানা বা‘অদা ইয্ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রহমাহ্। ইন্নাকা আনতাল ওয়াহহাব।

অর্থঃ হে আমাদের পরওয়ারদিগার! আমাদের অন্তরসমূহকে বক্র করিবেন না ইহার পর যে, আপনি আমাদেরকে সুপথ প্রদর্শন করিয়াছেন, আর আমাদিগকে আপনার নিকট হইতে করুণা প্রদান করুন, নিশ্চয়, আপনি মহান দাতা। সূরা আলে-ইমরানঃ ৮

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

(৩) রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া ক্বিনা আজাবান্নার।

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান আনিয়াছি, সুতরাং আমাদের গুনাহসমূহ মা’ফ করিয়া দিন। এবং আমাদিগকে দোযখের আযাব হইতে বাঁচাইয়া লউন। সূরা আলে-ইমরানঃ ১৬

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

(৪) রাব্বানা যলাম্ না আন্ফুসানা ওয়া ইল্লাম্ তাগ্ফির্ লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।

অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করিয়াছি, যদি তুমি আমাদিগকে ক্ষমা না কর এবং দয়া না কর তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অর্ন্তভুক্ত হইব। সূরা আল আ‘রাফ ২৩

(৫) রাব্বানাগফির লি ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়া লিলমুমিনিনা ইয়াওয়া ইয়াক্বুমুল হিসাব।

অর্থঃ হে আমাদের পতিপালক। যেই দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করিও। সূরা ইবরাহিম ৪১।

(৬) রাব্বানা আতিনা মিললাদুনকা রাহমাতাও ওয়াহায়্যি লানা মিন আমরিনা রশাদা। 

অর্থঃ হে আমাদের পতিপালক। তুমি নিজ হইতে আমাদিগকে অনুগ্রহ দান কর এরং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা কর। সূরা কাহাফ ১০।

(৭) রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ার হামনা ওয়া আনতা খাইরুর রহিমিন। 

অর্থঃহে আমাদের পতিপালক। আমরা ঈমান আনিয়াছি, তুমি আমাদিগকে ক্ষমা কর ও দয়া কর, তুমি তো সবশেষ্ঠ দয়ালু। সূরা আল মু‘মিনূন ১০৯।

(৮) রাব্বানা হাব লানা মিন আঝওয়াজিনা ওয়া যুররিয়্যতিনা কুররাতা আ অইউনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা। 

অর্থঃ হে আমাদের পতিপালক।  আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান কর যাহারা হইবে আমাদের জন্য নয়নপীতিকর এবং আমাদিগকে কর মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য। সূরা আল ফুরক্বান ৭৪।

(৯) রাব্বি হাব লি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বয়্যিবাতান ইন্নাকা সামিউদ দু আ। 

অর্থঃ হে আমার পতিপালক।  আমাকে তুমি তোমার নিকট হইতে সৎ বংশধর দান কর। নিশ্চয়ই তুমি পাথনা শবণকারী। সূরা আলে ইমরান ৩৮।

(১০) রাব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদির। 

অর্থঃ হে আমাদের পতিপালক।  আমাদের জ্যোতিকে পূর্ণতা দান কর এবং আমাদিগকে ক্ষমা কর, নিশ্চয় তুমি সব বিষয়ে সবশক্তিমান। সূরা আত তাহরীম ৮।

(১১) রাব্বিগফির লি ওয়ালি আখি ওয়া আদখিলনা ফি রহমাতিকা ওয়া আনতা আরহামুর রহিমীন।

অর্থঃ হে আমার পতিপালক।  আমাকে ও আমার ভাতাকে ক্ষমা কর এবং  আমাদিগকে তোমার রহমতের মধ্যে দাখিল কর। তুমিই শেষ্ঠ দয়ালু। সূরা আল আ‘রাফ ১৫১।

(১২) রাব্বিজ আলনি মুক্বিমাস্ সলাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাক্বাব্বাল দুআ। 

অর্থঃ হে আমার পতিপালক।  আমাকে সালাত কায়েমকারী কর এবং আমার বংশধরদের মধ্য হইতেও। হে আমাদের পতিপালক। আমার পাথনা কবুল কর। সূরা ইবরাহীম ৪০।

(১৩) রাব্বিশ রাহ লি সদরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়াহলুল উক্বদাতাম মিল লিসানি। ইয়াফক্বাহু ক্বাউলি। সূরা ত্ব হা ১১৪।

(১৪) রাব্বি ঝিদনি ইলমা। সূরা ত্ব হা ১১৪।

(১৫) রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রহীমিন। সূরা আল মু‘মিনূন ১১৮।

(১৬) রাব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফির লি। সূরা আল ক্বাছাছ ১৬।

(১৭) রাব্বি ইন্নি লিমা আনঝলতা ইলাইয়্যা মিন খাইরিন ফাক্বির। সূরা আল ক্বাছাছ ২৪।

(১৮) রাব্বি হাব লি মিনাস সলিহীন। সূরা আস সাফ্ফাত ১০০।

(১৯) রাব্বিগফির লি ওয়ালি ওয়ালিদাইয়্যা ওয়া লিমান দাখালা বাইতিনা মুমিনাও ওয়া লিলমুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাঝিদিয যলিমিনা ইল্লা তাবারা। সূরা নুহ ২৮।

(২০) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি উন। সূরা আল-বাক্বারাহ্: ১৫৬।

(২১) হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু। আলাইহি  তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযিম। সূরা  আত তাওবাহ ১২৯।

(২২) লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যলিমিন। সূরা আল আম্বিয়া ৮৭।

(২৩) ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহীম। সূরা আল-বাক্বারাহ্: ১৬৩।

(২৪) ইন্নি ওয়াজজাহতু ওয়াজ হিয়া লিল্লাযি ফাত্বরাস সামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আল আন‘আম ৭৯।

(২৫) রাব্বানা ফতাহ বাইনানা ওয়া বাইনা ক্বাউমিনা বিলহাক্কি ওয়া আনতা খাইরুল ফাতিহিন। আল আ‘রাফ ৮৯।

(২৬) রাব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফফানা মুসলিমিন। সূরা আল আ‘রাফ ১২৬।

Designed by Mohd Nassir Uddin