• Sunrise At: 5:37 AM
  • Sunset At: 6:20 PM
info@talimeislam.com +88 01975539999

তাসাউফ সংক্রান্ত অমূল্য বানী: হযরত মাওলানা মুফতি ড. মুহাম্মাদ মনজুরুল ইসলাম ছিদ্দিকী ছাহিব

১। আল ক্বুআনুল কারীম তিলাওয়াত করার মত করলে আজও গাছ তিলাওয়াত শুনে, গরু তিলাওয়াত শুনে, পাখি তিলাওয়াত শুনে।

২। একজন জ্ঞানী মানুষের কাছে গিয়ে আপনিও জ্ঞানী হতে পারেন।

৩। আল ক্বুরআনের মিল বিজ্ঞানের সাথে নয় বিজ্ঞানের মিল আল ক্বুরআনের সাথে। রাসূলুল্লাহ (সা.) কে মানলে মহাবিজ্ঞান মানা হয়ে যায়।

৪। একটি মানুষ একটি হাসপাতাল, একটি মানুষ একটি বিশ্ববিদ্যালয়।

৫। ভবিষ্যতে মানুষ বৃষ্টিকে নিয়ন্ত্রন করতে পারবে।

৬। যেটার শক্তি বেশী সেটি সূক্ষ্মও বেশী।

৭। শরীরের তাপ অনুসারে পানি পান করতে হয়।

৮। নিজের বাড়ীতে কাজ না থাকলে প্রতিবেশীর বাড়ীতে যেয়ে কাজ করে দিবেন তবু অলস বসে থাকবেন না।

৯।  ছেলে পেলে নষ্ট হয় পড়শীর জন্য।

১০। মানূষের বয়স বাড়ে না কমে।

১১। বাংলাদেশের মানুষ স্বর্ন, বাংলাদেশের মাটি স্বর্ন। বাংলাদেশ কখনই গরীর দেশ নয়।

১২। আমরা বাঙ্গালী ও বাংলাদেশী।

১৩। মানিকগঞ্জ দরবার শরীফ নির্দলীয় এবং সর্বদলীয়।

১৪। অনেক জানার নাম ‘ইলম নয়, মূল সত্যকে উদঘাটন করার নাম হলো আসল ‘ইলম।

১৫। এক কেজি ‘ইলম ঠিক রাখতে হলে দশ মণ হিলম দরকার।

১৬। হুযুর (সা.) কে ভালবাসার নাম হলো ঈমান।

১৭। প্রত্যেকটি জিনিসের মূল গভীরে পৌঁছানোর নাম হলো মা‘রিফাত।

১৮। যে নেতা সম্মান দিতে জানে না সে নেতা কোন এক দিন অসম্মানিত হবে।

১৯। পীরের দরবারে মানুষ আসে সভ্যতা, নম্রতা ও ভদ্রতা শেখার জন্য।

২০। মনের যে দু‘আ হয় এই দু‘আই আল্লাহপাকের কাছে কবুল হয়।

২১। যে নামাযে দাঁড়ালে চোখে পানি আসবে, আল্লাহর ধ্যান খেয়াল হবে তা হুজরী ক্বালবে নামায।

২২। মেডিটেশনের তিনটা স্তরের শেষ স্তর হলো আত্মা আর চিশতিয়া ছাবিরিয়া তরীকায় আমরা আত্মা থেকে শুরু করি।

২৩। আধ্যাত্মিক ব্যাপারগুলো অত্যন্ত অভিমানী।

২৪। আল্লাহপাক মহাশিল্পী মানুষ তাঁর শ্রেষ্ঠ শিল্প।

২৫। যিকর বেশি বেশি করলে অন্তরের চোখ খুলে যাবে।

২৬। যিকর করতে করতে ক্বলবে যিকর ধরে গেলে নিজেই বুঝবেন।

২৭। জীবনকে ভালবাসি মরনকে ভালবাসি। জীবনও আল্লাহর মরণও আল্লাহর।

২৮। যিকর করতে করতে একটি মানুষ কোটি কোটি পরমাণু মানুষ হয়ে বাতাসে ভেসে বেড়াবে এটি কোন ব্যাপারই না।

২৯। মানুষের দেহের সবচেয়ে সুন্দর হলো দাঁত। যার দাঁত পরিষ্কার তার পুরো দেহ পরিষ্কার।( খানকায়ে সিদ্দিকীয়া উত্তর বাড্ডা ৩০/১০/২০২২।)

৩০। বাথরুম টয়লেট যার পরিষ্কার সুন্দর তার বাড়ির পুরো পরিবেশ সুন্দর।

( খানকায়ে সিদ্দিকীয়া উত্তর বাড্ডা ৩০/১০/২০২২।)

৩১। তুমি যতই সাধারণ হবে, ততই অসাধারণ হবে। আর যতই তুমি অসাধারণ দেখাতে যাবে ততই তুমি সাধারণ হয়ে যাবে।

৩২। মানিকগঞ্জের মুরিদ হয়ে থাকেন, শিরক থেকে হেফাজত হেতে হবে। আর হিংসা দূর করতে হবে। ( ১৯/০৮/২০২২ মানিকগঞ্জ দরবার শরীফ)।

৩৩। মানব জীবনের সবর

 

 

 

Designed by Mohd Nassir Uddin