• Sunrise At: 6:37 AM
  • Sunset At: 5:17 PM
info@talimeislam.com +88 01975539999

জামে’ দোআ (সর্বমুখী ভালাইর দোয়া)

ইহা এমন একটি দোয়া যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নবুয়তীর ২৩ বৎসর জিন্দেগীর সমস্ত দোয়াই ইহাতে অন্তর্ভুক্ত রহিয়াছে। কারণ, হযরত আবূ-উমামা (রাঃ) বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সম্মুখে অনেক-অনেক দোয়া করিয়াছিলেন, কিন্তু আমাদের কয়েক জনের তন্মধ্য হইতে একটি দোয়াও স্মরণ রহিল না। তাই, আমরা আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি তাে অনেক দোয়া করিয়াছেন, কিন্তু তাহার কিছুই আমরা মনে রাখিতে পারি নাই। তিনি বলিলেন, আমি কি তােমাদিগকে এমন একটি দোয়া শিখাইয়া দিব, যাহা আমার সমস্ত দোয়ার উপর পরিব্যাপ্ত, যাহা আমার যাবতীয় দোয়াসমূহকে অন্তর্ভুক্তকারী? তােমরা এই দোয়া পড়িওঃ

اللفة اى آشتك من خير ما سألك منه تبية

محبي صلى الله عليه وسه و آؤ بك من شير ما

اشتعاد منه نبيك محبي صلى الله عليه وسل و آت

المستعان وعليك البلاغ ولا حول ولا قوة الا بالله

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আছআলুকা মিন্ খইরি মা

ছাআলাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন ছল্লাল্লাহু আলাইহি

ওয়া সাল্লাম, ওয়া আউযুবিকা মিন শাররি মাস্তাআযা মিনহু

নাবিয়ুকা মুহাম্মাদুন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওয়া

আনতাল মুস্তাআনু ওয়া আলাইকাল বালাগ, ওয়া লা

হাওলা ওয়া লা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : আয় আল্লাহ্, আমি তােমার নিকট ঐ সকল নেআমত্ ও ভালাই প্রার্থনা করি, যে সকল নেআমত ও ভালাইর জন্য তােমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তােমার দরবারে প্রার্থনা করিয়াছিলেন। এবং আমি তােমার আশ্রয় ও পানাহ চাই ঐ সকল বিপদ ও খারাবি হইতে যে সকল বিপদ ও খারাবি হইতে তােমার আশ্রয় প্রার্থনা করিয়াছেন তােমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফরিয়াদ ও মিনতি শ্রবণ এবং তাহা পূরণ করা যে তােমারই কাজ। আর পাপ-কর্ম হইতে বাঁচার কোন উপায় এবং নেক-কাজ করার কোন শক্তি নাই আল্লাহপাকের সাহায্য ব্যতীত । (জাওয়াহেরুল বােখারী ৫৭২ পৃঃ)

Designed by Mohd Nassir Uddin