• Sunrise At: 6:24 AM
  • Sunset At: 5:11 PM
info@talimeislam.com +88 01975539999

দ্বীনের উপর অটল থাকার দোয়া

হযরত শাহর বিন হাওশাব (রা.) বর্ণনা করেন যে, আমি হযরত উম্মে-ছালামা রাযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞাসা করিলাম যে, হে উম্মুল-মাে’মিনীন! হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম যখন ঘরে অবস্থান করিতেন তখন তিনি অধিক সময় কোন দোয়া করিতেন? তিনি বলিলেন, হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম অধিকাংশ সময় এই দোয়া করিতেন-

ياقب القلوب ثبت قلبي على دينك

উচ্চারণঃ ইয়া মুক্বাল্লিবাল কুলুব ছাব্বিত কৃলবী ‘আলা দীনিক।

অর্থ : হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনি আপনার দীনের উপর অটল-অবিচল রাখুন ।

(তিরমিযী শরীফ, জাওয়াহেরুল-বােখারী ৫৭১ পৃষ্ঠা)

যে ব্যক্তি এই দোয়া করিতে থাকিবে, ইনশা-আল্লাহ্ সে দ্বীনের উপর মযবূত থাকিবে এবং ইহার বরকতে ঈমানের সহিত মৃত্যু নসীব হইবে ।

Designed by Mohd Nassir Uddin