• Sunrise At: 5:40 AM
  • Sunset At: 6:16 PM
info@talimeislam.com +88 01975539999

বিয়ে একটি গুরুত্ত্ব পূর্ণ ইবাদত

আল-কুরআনের আলোকে

এগুলো আল্লাহ্‌র বিধান- যে আল্লাহ্‌র বিধান লংঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে। সূরা আত-তালাক্ব-৬৫:১

পরিবার থেকেই মানুষের ক্রমবিকাশঃ

হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদেরকে এক সত্ত্বা হতে সৃষ্টি করেছেন ও তা হতে তার স্ত্রী সৃষ্টি করেছেন, যিনি তাদের দু’জন হতে বহু নর-নারী ছড়িয়ে দিয়েছেন; এবং আল্লাহ্‌কে ভয় কর যার নামে তোমরা একে অপরের নিকট অধিকার দাবি কর এবং সতর্ক থাক জ্ঞাতিবন্ধন সম্পর্কে। নিশ্চই আল্লাহ্‌  তোমাদের উপর তীক্ষ্ম দৃষ্টি রাখেন।

সূরা আন-নীসা: ৪:১

বিয়ে মানব ধারা অব্যাহত রাখেঃ

এবং আল্লাহ্‌ তোমাদের হতেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল হতে তোমাদের জন্য পুত্র-পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে উত্তম  জবনোপকরণ দান করেছেন। তবুও কি য়ারা মিথ্যায় বিশ্বাস করবে এবং তারা কি আল্লাহ্‌র অনুগ্রহ অস্বীকার করবে? সূরা আন নাহ্ল- ১৬:৭২

বিয়ে নবী-রাসূলদের জন্যেও প্রযোজ্য ছিলঃ

তোমার পূর্বে আমি তো অনেক রাসূল প্রেরণ করেছিলাম এবং তাদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দিয়েছিলাম। আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন উপস্থিত করা কোন রাসূলের কাজ নয়; সূরা আর-রাদ- ১৩:৩৮-

 বিয়ে সম্পাদনে অভিভাবকদের প্রতি আল্লাহর নির্দেশঃ

তোমাদের মধ্যে যারা ‘আয়্যিম’ তাদের বিয়ে সম্পাদন কর এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও।

‘আয়্যিম’ শব্দের অর্থ যে পুরুষের স্ত্রী নাই অথবা যে নারীর স্বামী নাই (অবিবাহিত, বিপত্নীক অথবা বিধবা) সূরা আন-নূর- ২৪:৩২

বিয়ে করার নির্দেশঃ

তোমাদের মধ্যে কারও স্বাধীন ঈমানদার নারী বিয়ের সামর্থ্য না থাকলে তোমরা  তোমাদের অধিকারভুক্ত ঈমানদার দাসী বিয়ে করবে;  আল্লাহ তোমাদের ঈমান সম্বন্ধে পরিজ্ঞাত। সূরা আন-নিসা- ৪:২৫

বিয়ে শুধু যৌন সম্পর্কের জন্য নয় এটি একটি দৃঢ় প্রতিশ্রুতিঃ

নারীকে অর্থব্যয়ে (মোহর দিয়ে) বিয়ে করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হল, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। বস্তুত: তোমরা একে অপরের সাথে মিলিত হয়েছ এবং তারা তোমাদের নিকট সুদৃঢ় অঙ্গিকার গ্রহণ করেছে।  সূরা আন-নিসা- ৪:২৪, সূরা আন-নিসা- ৪:২১

বিয়ে ভালবাসার ভিত্তি এবং মানসিক প্রশান্তির উপকরণঃ

আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সংগিনীদেরকে যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে।

তিনিই তোমাদেরকে একক সত্ত্বা হতে সৃষ্টি করেছেন ও তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন যাতে সে তার নিকট শান্তি পায়। সূরা আর-রূম্- ৩০:২১, সূরা আল আ’রাফ-৭:১৮৯

মুমিনগণ মুশরিকদের বিয়ে করো নাঃ

ঈমান না আনা পর্যন্ত মুশরিক নারীকে তোমরা বিয়ে করোনা মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করলেও, নিশ্চয় মুমিন ক্রীতদাসী তা অপেক্ষা উত্তম। ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সঙ্গে তোমরা বিয়ে দিও না মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও, মুমিন ক্রীতদাস তা অপেক্ষা উত্তম। সূরা আল-বাকারাহ্- ২:২২১

দারিদ্র্য বিয়ের ব্যাপারে বাধা নয়ঃ

তোমাদের মধ্যে যারা ‘আয়্যিম’ তাদের বিয়ে সম্পাদন কর এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ্ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন; আল্লাহ্ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা আন-নূর- ২৪:৩২

মোহরঃ

দাম্পত্য জীবনের যে স্বাদ তোমরা স্ত্রীদের মাধ্যমে গ্রহণ করো, তার বদলে ফরয মনে করে তাদের প্রাপ্য (মোহর) প্রদান করো।

আর তোমরা নারীদেরকে তাদের মোহর স্বত: প্রবৃত্ত হয়ে প্রদান করবে; সন্তুষ্টচিত্তে তারা মোহরের কিয়দংশ ছেড়ে দিলে তোমরা তা স্বানন্দে ভোগ করবে।  সূরা আন-নিসা-৪:২৪, সূরা আন-নিসা-৪:৪

স্ত্রীর প্রতি ভালো ধারণা পোষণঃ

তাদের সাথে সম্মানজনকভাবে বসবাস কর। আর যদি তাদেরকে তোমরা অপছন্দ কর, তাহলে এমনও হতে পারে যে, তোমরা এমন কিছুকে অপছন্দ করছো অথচ আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন। সূরা আন-নিসা – ৪:১৯

Designed by Mohd Nassir Uddin