• Sunrise At: 6:14 AM
  • Sunset At: 5:12 PM
info@talimeislam.com +88 01975539999

স্বপ্নযোগে শায়েখের সন্ধান লাভ

স্বপ্নযোগে শায়েখের সন্ধান লাভ

হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজেরে মক্কী রহ. বলেন- আমি হযরত মিয়াজী নূর মুহাম্মদ ঝাঞ্জানবী রহ. এর নিকট বায়আত হওয়ার পূর্বে একদিন স্বপ্নে দেখি- হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মজলিস বসেছে। কিন্তু আমি ঐ মজলিসে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। ঐ মজলিসে আমার মামাও উপস্থিত ছিলেন। তিনি আমার হাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে উঠিয়ে দিলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত উঠিয়ে দিলেন জীর্ণশীর্ণ এক দুর্বল ব্যক্তির হাতে। অতঃপর আমার ঘুম ভেঙ্গে যায় । এরপর আমি স্বপ্নে দেখা ঐ বুযুর্গের তালাশে অনেক জায়গায় সফর করলাম। কিন্তু তার কোন সন্ধান পেলাম না। ফলে অত্যন্ত পেরেশান হলাম। কিছুদিন পর স্বীয় উস্তাদ হযরত মাওলানা ক্বলন্দর আলী জালালাবাদী রহ.- এর নিকট আমি এই স্বপ্নের কথা ব্যক্ত করলাম। শুনে তিনি বললেন-তুমি এই বুযুর্গকে লোহারী নামক স্থানে তালাশ করো । আমি সেখানে গেলাম এবং স্বপ্নে দেখা সেই জীর্ণশীর্ণ দুর্বল লোকটির সন্ধান পেলাম। আমাকে দেখে তিনি জড়িয়ে ধরলেন। আর বললেন, তুমি তো দেখি তোমার স্বপ্নের উপর অনেক ভরসা কর । হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজেরে মক্কী রহ. মিয়াজী নূর মুহাম্মদ ঝাঞ্জানবী রহ. এর সমন্ধে বলতেন- এটাই আমার শায়খের প্রথম কারামত ছিল, যা আমি স্বচক্ষে দেখেছিলাম যে, জানানো ছাড়াই তিনি আমার স্বপ্নের কথা জেনে গিয়েছিলেন।

[মালফুজাতে ফকীহুল উম্মত, পৃষ্ঠা: ১৯১]

Lorem Ipsum

Designed by Mohd Nassir Uddin