মুসলিম নারীদের উদ্দেশে
আল্লামা মুফতি তাকী উসমানী দাঃবা হামদ ও ছানার পর মুহতারাম বোনেরা আমার! আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আপন ফযল ও করমে এখানে উপস্থিত হওয়ার তাওফীক দান করেছেন। অন্তরের অন্তস্তল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যে মহব্বত ও আন্তরিকতার সাথে এ অধমকে বরণ করে নিয়েছেন, বাস্তবে সে এর উপযুক্ত নয়। আল্লাহ তাআলা আপনাদেরকে
নিজের যিন্দেগীতে ফাতেমী সুন্নত যিন্দা করুন
আল্লামা মুফতি তাকী উসমানী দাঃবা হযরত আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- أَلَا كُلّكُمْ رَاعٍ، وَكُلّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيّتِهِ، فَالْأَمِيرُ الّذِي عَلَى النّاسِ رَاعٍ، وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيّتِهِ، وَالرّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ، وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ، وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ، أَلَا فَكُلّكُمْ رَاعٍ، وَكُلّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيّتِهِ. জেনে রেখো, তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমরা প্রত্যেকেই স্বীয় দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শাসক তার প্রজাদের ব্যাপারে দায়িত্বশীল; সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। গৃহকর্তা স্বীয় গৃহের বাসিন্দাদের দায়িত্বশীল। সে তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামীর ঘর ও তার সন্তানদের দায়িত্বশীল। সে এগুলোর ব্যাপারে
নারী ও শিশুদের উদ্দেশে…দুআর প্রতি মনোযোগী হই
নারী ও শিশুদের উদ্দেশে…দুআর প্রতি মনোযোগী হই আমার প্রিয় বোন ও স্নেহের শিশুরা! যদি সমূহ কল্যাণে ধন্য হতে চাও এবং সমস্ত বিপদ-আপদ থেকে বাঁচতে চাও, তাহলে সবসময় দুআ কর। সময়টা বড় বিপদজনক। কারো চেষ্টায় এ সময়ের ফিতনা ও বিপদ থেকে বাঁচা অসম্ভব। সুতরাং তোমরা দুআর প্রতি যত্নবান হও, দুআ থেকে গাফেল হয়ো না। বিপদ আসার আগেই দুআ করতে থাকা উত্তম। জানা
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক (রঃ)
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক (রঃ) উম্মতে মুহাম্মাদীর এমন এক ব্যক্তিত্ব যার আলােচনায় মানসলােকে ওমনােরাজ্যে মুহাব্বতের হিল্লোল বয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক (রঃ) দ্বিতীয় শতকের বুযুর্গদের অন্তর্ভুক্ত ছিলেন। তবে কেমন যেন তিনি ঐ সময়কার বুযুর্গ; যখন থেকে হুজুরের (সাঃ) তিরােধানের ব্যবধান মাত্র এক বৎসর। তিনি ইমাম বুখারীর (রঃ) পূর্ব পুরুষ। তিনি হযরত ইমাম আজম আবু হানীফা (রঃ)-এর সমকালীন ব্যক্তিত্ব এবং