• Sunrise At: 5:38 AM
  • Sunset At: 6:19 PM
info@talimeislam.com +88 01975539999

মসজিদ থেকে বের হওয়ার দোয়া ও সুন্নাত (আদব)

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হতেন তখন প্রথমে বিসমিল্লাহ পাঠ করতেন।

অতঃপর দরূদ শরীফ পড়বে-

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ ( অন্য যে কোন দরূদ শরীফ পড়তে পারবেন)

অতঃপর এ দোয়া পড়বে-

اَللّٰهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

উচ্চারণঃ আল্লাহুম্মা‘সিমনী মিনাশ শাইত্বা-নির রাজীম।

অর্থঃ হে আল্লাহ! আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা কর। [সহীহুল জামে’ ৫২৮]

অতঃপর এ দোয়া পড়বে-

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আস’আলুকা মিন ফাযলিকা

অতঃপর বাম পা বের করবে। আর ডান পায়ে জুতা পরিধান করতঃ বাম পায়ে জুতা প্রবেশ করবে।

Designed by Mohd Nassir Uddin