• Sunrise At: 6:37 AM
  • Sunset At: 5:18 PM
info@talimeislam.com +88 01975539999

সাধারণ মুসলমানদের হকসমূহ

  • মুসলমান ভাইয়ের ভুল-ত্রুটি ক্ষমা করবে।
  • সে কাঁদলে তার প্রতি দয়া করবে।
  • তার দোষ-ত্রুটি গোপন করবে। ইসলাহের জন্য বলতে হলে গোপনে বলবে।
  • তার ওজর-আপত্তি মেনে নিবে।
  • তার কষ্ট লাঘব করবে।
  • সব সময় তার কল্যাণ কামনা করবে।
  • তার দেখাশোনা করবে ও তাকে ভালোবাসবে।
  • তার দায়িত্বের ক্ষেত্রে ছাড় দিবে।
  • অসুস্থ হলে সেবা-শুশ্রূষা করবে।
  • মৃত্যুবরণ করলে জানাযায় অংশ নিবে।
  • তার দা’ওয়াত কবুল করবে। কোন বিষয়ে সাহায্য চাইলে তাউফীক থাকলে সাহায্য করবে।
  • ওজর না থাকলে তার হাদিয়া কবুল করবে।
  • তার সদাচরণের প্রতিদান দিবে।
  • তার নেয়ামতের শুকরিয়া আদায় করবে।
  • প্রয়োজন হলে তাকে সাহায্য করবে।
  • তার পরিবার-পরিজনের হেফাযত করবে।
  • তার অভাব মোচন করবে।
  • তার ভালো আবেদন পূরণ করবে।
  • তার বৈধ সুপারিশ গ্রহণ করবে।
  • তার বৈধ আশা পূরণ করবে।
  • সে হাঁচি দিয়ে ‘আলহামদুলিল্লাহ’ বললে উত্তরে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে।
  • তার হারানো জিনিস পেলে তার কাছে পৌঁছে দিবে।
  • তার সালামের উত্তর তাকে শুনিয়ে দিবে।
  • নম্রতার সাথে ও হাসিমুখে তার সাথে কথা বলবে।
  • তার প্রতি সদাচরণ করবে।
  • তোমার উপর ভরসা করে কসম খেলে তা পূরণ করবে।
  • তার উপর কেউ জুলুম করলে তাকে সাহায্য করবে। সে কারো উপর জুলুম করলে তাকে বাধা দিবে।
  • তার প্রতি ভালোবাসা পোষণ করবে। শত্রুতা করবে না।
  • তাকে লাঞ্ছিত করবে না। যে জিনিস নিজের জন্য পছন্দ করো, তা তার জন্যও পছন্দ করবে।
  • সাক্ষাত হলে সালাম করবে, সম্ভব হলে মুসাফাহা করবে।
  • ঘটনাচক্রে পরস্পরে মনোমালিন্য হলে তিন দিনের বেশি কথা বন্ধ রাখবে না।
  • তার প্রতি মন্দ ধারণা পোষণ করবে না।
  • তার প্রতি হিংসা ও বিদ্বেষ পোষণ করবে না।
  • সামর্থ্যানুযায়ী সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করবে।
  • ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি শ্রদ্ধা প্রকাশ করবে।
  • দু’জন মুসলমানের মাঝে কলহ হলে তাদেরকে পরস্পরে মিলিয়ে দিবে।
  • তার গীবত করবে না।
  • তার ধন সম্পদ বা মান-সম্মানের কোন ক্ষতি করবে না।
  • যদি বাহনে আরোহণ করতে না পারে বা বাহনের উপর সামানাপত্র উঠাতে না পারে, তাহলে তার সহায়তা করবে।
  • তাকে তুলে দিয়ে তার স্থানে বসবে না।
  • তৃতীয় ব্যক্তিকে একা ছেড়ে দু’জনে কথা বলবে না।

Designed by Mohd Nassir Uddin