• Sunrise At: 6:19 AM
  • Sunset At: 5:11 PM
info@talimeislam.com +88 01975539999

পিতা মাতার হক ১৪ টি

জীবিত অবস্থায় ৭ টিঃ

১. আজমত অর্থাৎ পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।

২. মনে প্রাণে মুহাব্বত করা।

৩. সর্বদা তাঁদেরকে মেনে চলা।

৪. তাঁদের খেদমত করা।

৫. তাঁদের জরুরত (প্রয়োজন) পুরা করা।

৬. তাঁদেরকে সর্বদা আরাম পৌঁছানোর ফিকির (চিন্তা ভাবনা) করা।

৭. নিয়মিত তাঁদের সাথে সাক্ষাৎ ও দেখাশুনা করা।

 

মৃত্যুর পর আরো ৭ টিঃ

১. তাঁদের মাগফিরাতের জন্য দু‘আ করা।

২. সওয়াব রেছানী করা।

৩. তাঁদের সাথী-সঙ্গী ও আত্মীয়-স্বজনদের সম্মান করা।

৪. সাথী-সঙ্গী ও আত্মীয়-স্বজনের সাহায্য করা।

৫. ঋন পরিশোধ ও আমানত আদায় করা।

৬. শরী‘আতসম্মত ওসিয়ত পুরা করা।

৭. মাঝে মাঝে তাদের কবর যিয়ারত করা।

Designed by Mohd Nassir Uddin