• Sunrise At: 6:37 AM
  • Sunset At: 5:17 PM
info@talimeislam.com +88 01975539999

বাহির হতে ঘরে প্রবেশ করার দোয়া ও সুন্নাত (আদব) ।

বাইরে থেকে ঘরে আসার পর নিম্নোক্ত দোয়া পড়া এবং ঘরের লোকদের উদ্দেশে সালাম দেওয়া সুন্নত।

আবূ মালিক আশ’আরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যখন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে, তখন সে যেন বলেঃ

 – اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلجْنَا وَ بِسْمِ اللَّهِ خَرَجْنَا،  وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

উচ্চারনঃ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলাজি ওয়া খাইরাল মাখরাজি বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওাককালনা।

ইয়া আল্লাহ্‌ ! আমি আপনার নিকট ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সময় খায়র ও বরকত কামনা করছি। আমরা আল্লাহ্‌র নাম নিয়েই ঘরে প্রবেশ করছি, আল্লাহ্‌র নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছি । আমাদের পরোয়ারদেগার আল্লাহর উপরই আমাদের একমাত্র ভরসা  ।

এরপর সে যেন তার পরিবার-পরিজনদের উপর সালাম করে।  – আবু দাউদ, হাদিস ৫০০৮(ইফা:)

আল্লাহ তাআলা বলেনঃ

অতঃপর তোমরা যখন ঘৃহে প্রবেশ কর তখন তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া।’ [সূরা আন-নূর: ৬১]

 ঘরে প্রবেশের অন্যতম আমল হলো- মেসওয়াক করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথাও থেকে ফিরে আসলে, ঘরে প্রবেশের পর মেসওয়াক করতেন।

হাদিসে এসেছে- হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে প্রবেশের পর সর্ব প্রথম মেসওয়াক করতেন।’ (মুসলিম)

Designed by Mohd Nassir Uddin