• Sunrise At: 6:37 AM
  • Sunset At: 5:18 PM
info@talimeislam.com +88 01975539999

সন্তানের হক

সন্তানকে মুসলমান বানাতে হবে । তাহলে সন্তান জানবে যে পিতা-মাতার চেহারার দিকে তাকালে হজ্জের নেকী । পিতা-মাতার মৃত্যুর পর সন্তান কুরআন শরীফ পড়বে । যখন কোন সন্তান কুরআন পড়া শিখবে, বিসমিল্লাহ বলা শিখবে যদি পিতা-মাতার কবরের আযাব চলতে থাকে তাহলে সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে যাবে । আর নেক সন্তান যত বেশী হবে তত ভালো । তাই সন্তানকে নেক বানাতে হলে সন্তানের হক আদায় করতে হবে । সন্তানের বিশেষ কয়েকটি হক ।

  • সর্বপ্রথম নেককার মেয়ে বিয়ে করা ।
  • সন্তান জন্ম হওয়ার পর ডান কানে আযান এবং বাম কানে ইকামাত দেয়া ।
  • সপ্তম দিনে সন্তানের একটা সুন্দর (মুসলিম) নাম রাখা ।
  • সপ্তম দিনে সন্তানের আকিকা করানো ।
  • সন্তানকে দীন শিক্ষা দেয়া ।
  • দীনদ্বার মেয়ে দেখে সন্তানকে উপযুক্ত সময়ে বিয়ে দেয়া ।

সন্তানকে যদি তার প্রাপ্য হক না দেয়া হয় তাহলে আমার সন্তানই আমার বিরুদ্ধে আল্লাহর নিকট এই বলে ফরিয়াদ করবে যে,

হে আল্লাহ ! 

  • আমার পিতা-মাতা আমাকে দীন শিক্ষা দেন নি ।
  • আপনি আমার পিতা–মাতাকে সামনে নিয়ে আসেন আমি তাদের বুকের উপর পা রেখে তারপর জাহান্নামে যাবো ।
  • আপনি আমার পিতা – মাতাকে দোজখে ফেলেন ।

Designed by Mohd Nassir Uddin