• Sunrise At: 6:34 AM
  • Sunset At: 5:15 PM
info@talimeislam.com +88 01975539999

সব রকম আসমানী-যমীনি বালা-মুসীবত ও আকস্মিক (হঠাৎ) বিপদ হইতে হেফাযতের দোয়া

হেফাযতের দোআ ঃ

হযরত আবন ইবনে-উসমান (রা.) বলেন, আমি আমার পিতার যবানে শুনিয়াছি যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি সকাল- বিকাল তিন বার করিয়া এই দোয়া পাঠ করিবে, কেহই এবং কিছুই তাহার কোন রূপ ক্ষতি করিতে পারিবে না ।

بشير الليالي لايضر مع اسمه شئ في ازي

ولا في السماء وهو الشييع العلييه.

উচ্চারণঃ  বিসমিল্লা-হিল্লাযী লা-ইয়াদুররু মা‘আ ইসমিহী, শাইউং ফিল আরদি ওয়ালা-ফিচ্ছামা-ই ওয়া-হুওয়াস সামী‘উল আলীম।

অর্থঃ আমি আল্লাহপাকের নামের উসীলায় সাহায্য প্রার্থনা করিতেছি, যাহার নাম সঙ্গে থাকা অবস্থায় আসমান-যমীনের কোন কিছুই কোনও ক্ষতি সাধন করিতে পারে না। এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা, সবকিছু শােনেন, সবকিছু জানেন।( মেশকাত শরীফ ২০৯ পৃঃ)

 

Designed by Mohd Nassir Uddin